দেশের বাইরে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সতর্কতা

With or Without conversion?

দেশের বাইরে ইন্টারন্যাশ Debit, Credit বা Prepaid Card দিয়ে সেই দেশের লোকাল কারেন্সি তোলার সময়ে একটা অপশন আমরা প্রায় সব এটিএম এ দেখতে পাই। সেটা হলঃ

With or Without conversion?

সকল ক্ষেত্রে আমাদেরকে Without conversion select করতে হবে। অন্যথায় বড় একটা অ্যামাউন্টের চার্জ গুনতে হয়। এই অপশন দুইটা মূলত ব্যাংকের পক্ষ থেকে এক রকম ফাঁদের মতই। এটাকে অনেকে Scam, trap বা ফাঁদের সাথে ও তুলনা করে থাকেন।

আপনি যদি With Conversion সিলেক্ট করেন, তাহলে কি হবে? কেনই বা এটা দেয়া হয়?

  • বিদেশী এটিএম অপারেটর যে রেট দেয়, তা প্রায় সব সময়ই আপনার নিজের হোম কান্ট্রির ব্যাংকের রেটের চেয়ে খারাপ হয়। অনেক ক্ষেত্রে ১০-৩০% পর্যন্ত অতিরিক্ত চার্জ (মার্কআপ) যোগ হতে পারে।
  • ATM স্ক্রিনে এমন ভাষা, ডিজাইন এবং বাটন প্লেসমেন্ট ব্যবহার করা হয়, যেন আপনি ভুল সিদ্ধান্ত নেন। যেমন— “without conversion” অপশনটি লাল রঙে দেখানো হতে পারে, যেন মনে হয় এটি “cancel” বোতাম, ফলে আপনি “with conversion” বেছে নিতে উৎসাহিত হন।
  • নিয়ম অনুযায়ী ATM অপারেটরদের তাদের রেট ও অতিরিক্ত চার্জ দেখাতে হয়, কিন্তু অনেক সময় এই তথ্য ছোট অক্ষরে লেখা থাকে, যেন আপনার নিজের ব্যাংকের রেটের সঙ্গে তুলনা করা কঠিন হয়।
  • With Conversion সিলেক্ট করার মানে এটা বিদেশী লেনদেন হিসাবে গন্য হবে, যদি ও এটা বিদেশী লেনদেনই। তারপরে ও বাংলাদেশের মত দেশের ব্যাংক গুলির ক্ষেত্রে মাত্রাতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।

প্রথম ছবিতে 100 GBP withdraw করতে 154 USD চার্জ করল! ভুলটা ছিল With conversion select করা হয়েছিল।

পরেরটায় without conversion select করায় 100 GBP তুলতে 4 GBP বেশি কাটল।

এটা একটা ব্যাংকিং ট্র্যাপ ছাড়া আর কিছু না।

MTB Master Debit Card.

কাজেই সব সময় Without conversion সিলেক্ট করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *