Less is more in Trading – BN

Trading এর ক্ষেত্রে লাইফস্টাইল এর ভূমিকা কতখানি?

একটা পজিটিভ লাইফস্টাইল, অর্থাৎ যিনি সঠিক সময়ে ঘুমায়ে পড়েন, সকাল সকাল ঘুম থেকে ওঠেন, নামাজ পড়েন বা প্রার্থনা করেন, মেডিটেশন করেন, এক্সারসাইজ করেন, ইমিডিয়েট না হলে ও লংরানে ট্রেডিং এ সে কিছু বাড়তি সুবিধা পেতে পারেন।

কি সেই সুবিধা?

ট্রেডিং দুনিয়ার অন্যতম Disciplined কাজ গুলির একটি। কাজেই একটা ডিসিপ্লিনড লাইফস্টাইল Disciplined Trading এর জন্য সহায়ক হতে পারে।

অন্যদিকে একজন ট্রেডার যদি ব্যক্তিগত লাইফে Disciplined নাও হয় (আমার মত), তার যদি মাইন্ডসেট সঠিক থাকে, Risk and Money management সঠিক থাকে, তাহলে কিন্তু সে ট্রেডিং এ সফল হতে পারে, আবার নাও পারে। তবে এর জন্য তার যথেষ্ট পরিমানে Screentime লাগবে।

সব কিছু ঠিক থাকলে ও কেউ ট্রেডিং এ কোনদিনই সফল নাও হতে পারে। কারণ এটা সবার জন্য না।

Screen time কি?

Screen time বা স্ক্রিন সময় হল সেই সময় টুকু, যে সময়টুকু আমরা চার্টের দিকে তাকিয়ে থাকি, ট্রেড নেয়ার আগে এবং ট্রেড নেয়ার পরে। আর নতুন এবং অনভিজ্ঞদের চোখ যেন সরতেই চায় না চার্ট থেকে। এভাবে যে যত মাস বা বছর অতিবাহিত করে চার্টের পিছনে, তার স্ক্রিন টাইম তত বেশি হতে থাকে। স্ক্রিন টাইম একটা ভালো স্ট্র্যাটেজি তৈরি করার পিছনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে। তবে এর পরের স্টেজেই চলে আসে Less is more থিওরি।

Less is more থিওরিটা কি?

যথেষ্ট অভিজ্ঞতা অর্জনের পরের কোন ধাপে এটা প্রযোজ্য। যথেষ্ট অভিজ্ঞতা বলতে, আপনি ইতিমধ্যে কয়েকটি ডেমো এবং রিয়েল অ্যাকাউন্ট উড়ায়ে দিয়েছেন। কিন্তু এর মাঝে দিয়ে আপনি শিখেছেন যে, স্ট্র্যাটেজির থেকে ও অনেক গুরুত্বপূর্ন হলঃ

  • মানি ম্যানেজমেন্ট
  • রিস্ক ম্যানেজমেন্ট
  • সঠিক মাইন্ডসেট বা ইমোশোনাল ব্যালেন্স

একটা স্ট্র্যাটেজি ব্যাক টেস্টের সুযোগ আছে। তাছাড়া পর পর ১০ টা ট্রেড Stop Loss হিট করলে আমি বুঝতে পারব যে, আমার স্ট্র্যাটেজিতে সমস্যা আছে, সেটা নিয়ে কাজ করা প্রয়োজন।

Less is more থিওরি অনুযায়ী আমাকে সারাদিন মার্কেট নিয়ে পরে থাকার কোন প্রয়োজন নাই, অবশ্য Scalper হলে আলাদা কথা। এমন কি Scalpers রাও কোন নির্দিষ্ট এক বা দুইটা সেশনে ট্রেড করে থাকেন।

Less is more থিওরি অনুযায়ী, আমি কি কি সিচুয়েশন মিটআপ হলে ট্রেড নিব, আর কোন অবস্থায় এক্সিট নিব, এটা প্রি-ডিফাইন থাকবে।

Risk and Reward ও প্রি-ডিফাইন থাকবে। আমি কি শুধু রোবটের মত ACT করব? না রোবটের মত কিন্তু না, কারণ,

Trading is widely considered both an art and a science.

আমি ব্যক্তিগত ভাবে একটা ট্রেড নেয়ার পরে SL, TP সেট করে দেয়ার পরে সাধারণত আর ট্রেড ম্যানেজমেন্ট করি না। Either it will hit the SL or the TP. তবে এই স্ট্র্যাটেজি সবার সাথে কাজ করবে না। আমি যেহেতু Lower time frame (M15) এ কাজ করি, আমার সাথে এটা ৫০-৬০% সময়ে কাজ করে থাকে। কিন্তু Higher Time Frame এ কাজ করলে কিন্তু Trade Management এর প্রয়োজন হতে পারে।

আমি সাধারণত বাংলাদেশী সময় দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রতি ১-২ ঘণ্টা পরপর চার্ট দেখি। আবার কখন ও UK and US overlapping সময়টাতেই চার্ট দেখি।

Either there is a setup:

If Yes: I take the trade set SL and TP and comeback to check next hour or so.

No: I come back again after 1 or 2 hours later.

এটা আমার সাথে কাজ করে।

Less is more theory helps to manage my trading anxiety.

Trading Anxiety, Money and Risk Management

মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকলে Trading Anxiety নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিচের ছবি দুইটায় দেখা যায়ঃ

Win : Loss Ratio: 50:50

Risk Reward Ratio (RRR): 1:2

তারপরে ও ২০ টা ট্রেডে ১০% মত প্রফিটে থাকা সম্ভব। আমি জিতলে কি পাবো এটা চিন্তা করার আগে এটা ঠিক করে দিতে হবে, আমি হারলে কত হারাবো। এটাই আসলে বলা যায় সব থেকে গুরুত্বপূর্ন।

এখানে আমি আমার সামান্য জ্ঞ্যান ও অভিজ্ঞতা থেকে কিছুটা শেয়ার করলাম।

ভুল-ক্রটি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *